বুধবার , ১০ জুলাই ২০১৯ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে সাক্ষাত করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১০, ২০১৯ ১১:১৯ অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার সকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় এক শুভেচ্ছা সফরে আসেন। এ সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে তার বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূতকে বৈশ্বিক উষ্ণায়নজনিত জলবায়ূ পরিবর্তনের প্রভাবে ভান্ডারিয়াসহ উপকূলীয় অঞ্চলে বন্যা, লবণাক্ততা, ঘূর্ণীঝড়, জলোচ্ছ্বাস বেড়ে যাওয়া এবং ভান্ডারিয়া উপজেলায় জলবায়ূ পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি) পরিচালক মো. হাবিবুর রহমান ভান্ডারিয়া উপজেলাসহ উপকূল অঞ্চলে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বিষয়ে রাষ্ট্রদূতকে ধারণা দেন।

প্রকল্প পরিচালক পাওয়ার পয়েন্টে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলায় বাঁধ নির্মাণে গৃহীত ও বাস্তবায়নাধীন ব্যাপক প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।

এছাড়া ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে ভান্ডারিয়া উপজেলায় গৃহীত ও চলমান প্রকল্প সম্পর্কে বর্ণনা দেন। ভান্ডারিয়ায় বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ব্যায়ে বাস্তবায়নাধীন বাঁধ নির্মাণ, ভান্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পল্লী অঞ্চলে সুপেয় পানি সরবরাহ ট্রিটমেন্ট, ভান্ডারিয়া থানা ইকোপার্ক, হরিণপালা ইকোপার্ক, চরখালীতে বনবিভাগের বনায়ন কর্মসূচি ইত্যাদি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে বিশেষ ধারণা দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক মনিরুল ইসলাম জোমাদ্দার মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান রহমান মৃধা, জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কবির পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পৌর সহায়ক কমিটির সদস্য ইউসুফ আলী আকন, পৌর মহিলা কাউন্সিলর ফাতেমা ইয়াসমিন, মঞ্জু রানী ও বেবী আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন প্রমূখ।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

শোকাবহ আগস্ট শুরু আজ

সিরিজে টিকে থাকার মিশনে মাঠে নামবে টাইগাররা

ঢাবির ৫১তম সমাবর্তনে আবেদনের শেষ সময় আজ

বরগুনায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করেছে ডিডিইএফ

জলদস্যু দমনে কঠোর অবস্থানে র‌্যাব-৮

বরিশাল বিভাগের রূপালী ব্যাংকের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক সুমন

বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে বরিশালে এডিশনাল এসপির বিরুদ্ধে নালিশি মামলা

পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য

মুকুল দাঃ কখনো ঝর্ণার মতো চঞ্চল কখনো আবার মুকুলোত্তর অর্ঘ্যসম প্রস্ফুটিত ফুল।।

মুকুল দাঃ কখনো ঝর্ণার মতো চঞ্চল কখনো আবার মুকুলোত্তর অর্ঘ্যসম প্রস্ফুটিত ফুল।।