রিপোর্ট ঃ নুরে আলামিন বাপ্পী
.
একটা জয় দরকার ছিল আর্জেন্টিনার।। আজ সেই জয়টাই পেল তারা।।৩-০ ব্যাবধানে হারাল কলম্বিয়াকে।।১০ মিনিটের সময় প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি।। ২৩তম মিনিটে মেসির ক্রসে হেড করে ডান কোণা দিয়ে ২য় গোলটি করেন লুকাস প্রাতো।। ৮৪ মিনিটে ৩য় গোলটি করেন ডি মারিয়া।।এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে কলম্বিয়া।।
(Visited ৫ times, ১ visits today)

















