বরিশালে শিশু একাডেমীর আয়োজনে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান

0
170

Sharing is caring!

লিখতে পড়তে শিখতে চাই আনন্দময় শৈশব চাই এই স্লোগান নিয়ে আজ ২০ জানুয়ারি সোমবার রাত ৭ টায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের অয়োজনে, জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। সার্কিট হাউজ মিলনায়তন বরিশালে, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের সনদ ২০২০ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সাংবাদিক ও সংস্কৃতিজন এস এম ইকবাল, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাতিমা মুন্নি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -
(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here