শিল্পমন্ত্রীর সাথে সেলফি তুলতে গিয়ে এক পুলিশ কনষ্টেবল বরখাস্ত। শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি’র সাথে সেলফি তুলতে গিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন এক পুলিশ কনষ্টেবল। শনিবার সকালে বরিশাল সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর রিজার্ভ পরিদর্শক (আরআই)।সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনষ্টেবলের নাম মো: রবিউল ইসলাম। তিনি বরিশাল মেট্টোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। জানা গেছে, বরিশাল সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান শিল্পমন্ত্রী আমু-এমপি।
অনুষ্ঠান চলাকালে মন্ত্রীর সাথে সেলফি তুলতে যায় পুলিশ সদস্য রবিউল। এতে মন্ত্রী বিব্রত হন। বিষয়টি তাৎক্ষুনিকভাবে জানা জানি হলে রবিউলের বিরুদ্ধে শাস্তিমুলকভাবে সাময়িক বরখাস্ত করেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদ।এব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি শাহ মো: আওলাদ হোসেন জানান, একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছি। তবে কনস্টেবল রবিউল পুলিশ লাইনের ফোর্স। যার কারণে বিষয়টি তিনি ভালভাবে জানতে পারেননি বলে জানান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর আরআই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউল পুলিশ লাইন্স এ কর্মরত ছিলো। তাকে মন্ত্রীর প্রটোকল এর দায়িত্ব দেয়া হয়েছিলো। সেখানে মন্ত্রীর সঙ্গে সেলফি তোলার অপরাধে রবিউলকে তাৎক্ষনিক ভাবে ক্লোজড করে লাইন্সএ সংযুক্ত করা হয়েছে।