বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের ট্রেনিং স্থগিত ও বদলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (০৫ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে ঢামেক হাসপাতালের প্রায় শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশগ্রহণ করে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. আতিকুর রহমান বলেছেন, ‘আমরা রোগির কথা চিন্তা করে ঢামেক হাসপাতালে এখন কর্মবিরতিতে যাই নাই। তবে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব।’
(Visited ২৪ times, ১ visits today)

















