বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
137

Sharing is caring!

আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

- Advertisement -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম, উপাদক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরীসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ, আগত অংশগ্রহনকারী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

আজ সকাল ১০ টায় শুরু হয়ে প্রতিযোগিতা চলে দুপুর ২ টা পর্যন্ত। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক পর্যায়ের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। বরিশাল জেলার প্রাথমিক পর্যায়ে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। বিকেলে অতিথিরা বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন অমৃত লাল দে কলেজে বরিশাল

বরিশাল জেলা প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন আগৈলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগৈলঝাড়া। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন এস, এম, মাধ্যমিক বিদ্যালয় আগৈলঝাড়া। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজ আগৈলঝাড়া। বিজয়ীরা এর পরে জাতীয় পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

(Visited 2 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here