বরিশালে উদীচী বরিশাল জেলা সংসদ এর আয়োজনে কর্মহীন ৫০ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক

0
192

Sharing is caring!

শামীম আহমেদ ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে অনেকেই পিছিয়ে নেই বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল জেলা সংসদ এর আয়োজনে দুস্থ ও অসহায় কর্মহীন খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

- Advertisement -

 

আজ বুধবার ১লা এপ্রিল সকাল ১১ টার দিকে বরিশাল কলেজ সংলগ্ন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল জেলা সংসদ এর কার্যালয়ে ৫০ জন কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে প্রত্যেক কে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি গুড়া সাবান ও ২ টি সাবান ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, সহ-সভাপতি উদীচী কেন্দ্রীয় সংসদ বিশ্বনাথ দাস মুনশী, সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সভাপতি আজমল হোসেন লাবু, উদীচী বরিশাল জেলা সংসদ সাইফুর রহমান মিরণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here