করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক ও নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান।
শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে এ খাদ্য সহয়তার কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
এরপর বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত বেদে পল্লীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সাহায্য পৌঁছে দেন পুলিশ সুপার নিজ হাতে করেই। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, সাবানসহ অন্যান্য সামগ্রী।
(Visited ১৭ times, ১ visits today)

















