
খেলাধুলা> রিপোর্ট : নুরে আলামিন বাপ্পী
শ্রিলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা এবার বিপিএল এ কোন দলের হয়ে খেলবে তা নিয়ে তৈরি হয়েছে ঘোলাসা।।প্রথম থেকেই দেখা গেছে পেরেরা খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান এর হয়ে।।সব ঠিকঠাক চলছিলো,, ঝামেলা বাজলো তখনি যখন বরিশাল বুলস দাবি করল পেরেরা তাদের দলের হয়ে খেলবে।।তবে এখন সব পরিষ্কার হয়ে গেছে।।পেরেরা এবার বরিশাল বুলসের হয়েই খেলবেন।। মো: নেওয়াজের এর বদলে আসছেন তিনি।।কাল বাংলাদেশে আসবেন তিনি।।এসেই যোগ দিবেন বরিশাল বুলসের সাথে।।এখন দেখার বিষয় এবারের বিপিএল তার কেমন কাটে।।
(Visited ১৪ times, ১ visits today)

















