শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২০ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১১, ২০২০ ৩:৪৯ পূর্বাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী নুশরাত জাহান নোহার লাশ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ওই ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের নারায়ণ বৈরাগীর কলেজ পড়ুয়া মেয়ে পুতুল বৈরাগী (১৮)’র ঝুলন্ত লাশ বৃহস্পতিবার সন্ধ্যার পরে উদ্ধার করেছেন এসআই সুশান্ত কুমার।

এসআই সুশান্ত কুমার জানান, ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পুতুল। তবে তাৎক্ষণিকভাবে পুতুলের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। পুতুল স্থানীয় বাগধা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

পুতুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে পুতুলের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে বাগধা দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান নোহাকে ওই স্কুলের শিক্ষক শিক্ষক সুমন পাইক কর্তৃক মারধরের ঘটনার পরে বুধবার দুপুরে নিজ ঘর থেকে নোহার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি