মোঃ শাহাজাদা হিরা।।
সিনিয়ার স্টাফ রির্পোটার।।
গতকাল ১৫ মার্চ সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অক্্রফাম এর সহয়োগিতায়, ওয়েভ ফাউন্ডেশন‘র আয়োজনে এম্পাওয়ার ইয়ুথ ফর ওর্য়াক প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তহামিনা বেগম ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ চেয়ারম্যন বৃন্দ। জলবায়ু পরিবর্তন দ্বারা আক্রান্ত গ্রামীন এলাকার তরুন ও তরুনীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের উন্নয়নের লক্ষে সামাজিক উন্নয়ন কাজে তরুন তরুনীদের ভুমিকা রাখার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চাকুরির সুবিধা করে দিতে কাজ করবে ওয়েভ ফাউন্ডেশন। সভায় বক্তারা বলেন, প্রধানত তিনটি ভিত্তির উপর নির্ভর করে এই প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে যার মধ্য রয়েছে সংস্থা ও দক্ষতা, অর্থনৈতিক সুযোগ,এবং উপযুক্ত পরিবেশ।এর মাধ্যমে তরুন তরুনীরা জীবন দক্ষতা এবং বাজার উপযোগী কারিগরী দক্ষতা অর্জন করবে।সভায় অন্যান্যর মধ্য আরো উপস্থিত ছিলেন,ওয়েব ফাউন্ডেশনের উপসমন্বয়কারী আনিছুর রহমান,অক্সফামের প্রোগ্রাম ম্যানেজার খালিদ হোসাইন, প্রজেক্ট সমন্বয় কারী মিজানুর রহমান,টেকনিকাল অফিসার জি এ মাহমুদ, লজিষ্টিক ও ফিনান্স অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ।

















