রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়ে এএইচএফ কাপে দারুন শুরু করেছে বাংলাদেশ হকি দল।। মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদ জিমি ছিল অপ্রতিরোধ্য।। তারা দুজনেই ২ টি করে গোল করেন।। হংকংয়ের হয়ে তিসাং কিন কান ও সিউ চু মিং ১ টি করে গোল করেন।। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
(Visited ২ times, ১ visits today)