মাদক সম্রাট সেন্টু ও তার ৭ সহযোগী আটক ll

0
854

Sharing is caring!

রির্পোটঃ  এইচ আর হীরা    ॥ নগরীর মাদক সম্রাট শাকিল খাঁন সেন্টু ও তার ৭ সহযোগীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেতে রাত পর্যন্ত কয়েক দফায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত চার মাদক ব্যবসায়ীদের মধ্যে ৫ জনই নারী। আটককৃতরা হলো : নগরীর চিহিৃত মাদক ব্যবসায়ী শাকিল খান সেন্টু(৩৫) তার স্ত্রী তাহমিনা বেগম (২৭), মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের রুহুল আমিনের মেয়ে রোজি আক্তার রিমি (২১), পশ্চিম ঝালকাঠী ৬নং ওয়ার্ডের আমজাদ হোসেন ডাকুয়ার ছেলে রিপন ডাকুয়া (৩৮), কলাপাড়া থানার মহিপুর সদর এলাকার আব্দুল মজিদের মেয়ে শাহনাজ সাথী (২১), বাউফল উপজেলার মধ্যমদমপুরা গ্রামের হাশেম হাওলাদারের মেয়ে সুমি (২০), তালতলী উপজেলা কচুফাৎরা গ্রামের শাহ আলমের মেয়ে সালমা আক্তার (১৮) ও নগরীর ১৯নং ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে হারিছুর রহমান ওরফে রোজি (২৫)। শুক্রবার বেলা ১১টায় ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রথমে অভিযান চালিয়ে নগরীর চৌমাথা এলাকা থেকে রোজি আক্তার রিমি ও রিপন ডাকুয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেলহ ৫০ বোতল ফেন্সিডিল। তাদের স্বীকারোক্তি মোতাবেক নগরীর ব্রাউন কম্পাউন্ড সড়কে তালুকদার ম্যানশনের পিছনে সৌদি প্রবাসী মোঃ শফিকুল ইসলামের ভবনের নীচ তলায় অভিযান চালিয়ে নগরীর মাদক সম্রাট মোঃ শাকিল খাঁন সেন্টু, মোসাঃ শাহানাজ সাথী, মোসাঃ সুমি, মোসাঃ সালমা আক্তারকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৩০ বোতল ফেন্সিডিল। ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যমতে দুপুরে গোড়াচাঁদ দাস রোড শ্যামবাবুলেনে টিপু মিয়ার তিনতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া তাহমিনা বেগমকে আটক করা হয়। তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, উল্লেখিত আসামীদেরসহ সর্বশেষ বিকেল পৌনে ৬টায় কাউনিয়া থানাধীন বরিশাল টিভি হাসপাতাল মাঠের প্রবেশ মুখে মোঃ হাছিবুর রহমান @ রাজিবকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক সম্রাট শাকিল খান সেন্টু ও তার সাত সহযোগীর কাছ থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ১০৫১ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে। শাকিল খাঁন সেন্টুর বিরুদ্ধে ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র চাঁদাবাজি আইনে ও বিভিন্ন ধারায় ০৭টি মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
(Visited 19 times, 1 visits today)
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here