রির্পোটঃএইচ আর হীরা ।।
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম বাপ্পিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে তাকে আটক করে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। বাপ্পি সম্প্রতি ওই কলেজের অধ্যক্ষ শচিন কুমার রায়কে প্রকাশ্যে শাসিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন। যে বিষয়টি অনলাইন পত্রিকার কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ছিলেন তিনি। এমতাবস্থায় শনিবার তাকে আটক করেছে পুলিশ।’’ রাত পৌঁনে ১২টায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আতাউর রহমান জানিয়েছেন- বাপ্পিকে হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অধ্যক্ষকে শাসানোসহ একাধিক অভিযোগ রয়েছে। ওইসব অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।’’ তবে এই আটকের পরে ছাত্রলীগ নেতা বাপ্পির কোন বক্তব্য পাওয়া যায়নি।’’
(Visited ১০ times, ১ visits today)
















