মঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

১৭ বছর পর মেয়েকে খুঁজে পেলেন বাবা-মা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১২, ২০২১ ৩:২২ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ১৭ বছর আগে হারিয়ে যাওয়া তানিয়া আক্তারকে (২৫) খুঁজে পেলেন বাবা-মা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের শান্তিনগর এলাকায় মেয়ে তানিয়ার সন্ধান পান সুন্দর আলীর পরিবার।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সুন্দর আলীর মেয়ে তানিয়া আক্তার। তানিয়া এখন আখাউড়া পৌর শহরের শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তানিয়া স্বামীর সঙ্গে সেখানেই বসবাস করছেন। এখন তিনি এক ছেলে ও এক মেয়ের মা। সুন্দর আলী এখন মেয়ে, জামাতা, নাতি-নাতনি নিয়ে কোটালীপাড়ায় তার গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বাবা সুন্দর আলী বলেন, তিনি ঢাকায় একটি বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে চাকরি করতেন। ২০০৪ সালে মেয়ে তানিয়াকে ঢাকাশহর দেখাতে গ্রাম থেকে নিয়ে আসেন। তখন মেয়ের বয়স ছিল ৮ বছর। পরে মেয়েকে আগারগাঁওয়ের বোনের বাসায় রেখে জরুরি কাজে বাইরে যান সুন্দর আলী। সেখানে তানিয়া তার ফুফুর মেয়ের সঙ্গে স্কুলে গেলে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তানিয়ার সন্ধান মেলেনি। তানিয়ার সন্ধানে এলাকায় মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন ও থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তানিয়া আক্তার বলেন, ‘স্কুলের দরোয়ান আমাকে ভেতরে যেতে বাধা দিলে রাস্তায় দাঁড়িয়ে থাকি। বাসার রাস্তা না চেনায় এক পর্যায়ে একটি বাসে করে সংসদ ভবনের কাছে আসি। সেখানে দোকানে টেলিভিশন দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন বাসায় যেতে অনেক কান্নাকাটি করি। কিন্তু ঠিকানা বলতে না পারায় এক হিন্দু লোক আমাকে তার বাসায় নিয়ে যায়। পরদিন আমাকে পরিবারের কাছে পৌঁছে দিতে তিনি অনেক জায়গায় খোঁজ করেন। এক পর্যায়ে কলাবাগান এলাকার আরজুদা খাতুন মিলন ও তার ছেলে রিপন আমাকে তাদের বাসায় নিয়ে আসেন। তারপর থেকে তারাই আমাকে আদর-যত্নে লালন পালন করেছেন। আমি রিপনকে বাবা ডাকি। তারা আমাকে বিয়ে দেন।’ রিপনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রায়তলা গ্রামে।

তানিয়ার স্বামী আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে তানিয়ার ছোট বছসের ছবি পোস্ট করে বাবা-মার সন্ধান যান। আর সেই সূত্র ধরে তানিয়ার বাবা-মায়ের সন্ধান মেলে।

হারিয়ে যাওয়ার দীর্ঘ ১৭ বছর পর গত শনিবার (৯ জানুয়ারি) রাতে বাবা-মাকে কাছে পেয়ে আবেগআপ্লুত তানিয়া আক্তার তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আনন্দে কাঁদেন বাবা-মা ও তানিয়ার ছোট বোনও।

তানিয়ার ছোট বোন সনিয়া খানম বলেন, ‘বোনের ছোট বয়সের অনেক স্মৃতি আমার মনে আছে। বোনকে হারানোর পর সব সময় মন খারাপ থাকতো। ভাবতাম বোনকে বুঝি কখনও পাবো না। তবে মা বলতেন- এই দেশটা ছোট, একদিন না একদিন ঠিকই তানিয়াকে খুঁজে পাবেন। আজ আমাদের সবার আশা পূরণ হয়েছে।’

বাবা সুন্দর আলী বলেন, ‘এভাবে মেয়েকে খুঁজে পাবো তা কখনও কল্পনাও করিনি। মেয়ে হারানোর পর সময় যে কত কষ্টের, তা সেই বাবা-মাই বোঝেন; যাদের সন্তান হারিয়েছে। বহু দিনের বুকের কষ্ট আজ দূর হলো।’

তানিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, ‘আমি সব কিছু জেনেই তানিয়াকে বিয়ে করি। বিয়ের পর তার পরিবারের সন্ধান পেতে অনেক চেষ্টা করেছি। আল্লাহর রহমত থাকায় সেই চেষ্টা সার্থক হয়েছে। আমি খুবই খুশি।’

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ টহল

ভোলার বাপ্তায় হতদরিদ্র পরিবারের মাঝে ব্র্যাক ইউপিডির কম্বল বিতরণ

মাউশির ডিজিসহ শিক্ষা প্রশাসনে ৩ পদে নতুন মুখ

কড়াপুর মিয়াবাড়ী মসজিদ

সংস্কার ও রংয়ের আস্তরনের ফলে পুরনো রুপ ফিরে পেয়েছে কড়াপুর মিয়াবাড়ী মসজিদ।

বরিশালের নদ-নদী, খাল-বিল, দখল-দূষণ ও উপকূলীয় দক্ষিণাঞ্চলের জলবায়ু সমস্যা নিয়ে পানি অধিকার ফোরামের এক আলোচনা সভা।।

ঝালকাঠিতে বরিশাল পলিটেকনিক ছাত্রকে তুলে নিয়ে হাতুড়িপেটা

অচেতন কিম জং উনের মৃত্যুর গুজব

কুয়াকাটায় এসএসসির উম্মুক্ত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মহিলাসহ তিনজনের এক বছরের কারাদন্ড

প্রতি ম্যাচে পাঁচজন করে বিদেশি খেলবেন এবারের বিপিএলে !

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর ওপর অবরোধ যুক্তরাষ্ট্রের