বরিশালে তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন।।

0
322

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি ॥

তামাক সর্বগ্রাসী একটি পন্য। তামাক চাষ, প্রক্রিয়াজাতকরন ও সেবন সকল পর্যায়ে জনস্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। পৃথিবী সবচাইতে কম মূল্যে তামাকজাত দ্রব্য বাংলাদেশেই পাওয়া যায়। এর পরিপেক্ষিতে তামাকজাম দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে বুধবার বেলা এগারোটায় জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বন্দরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট, বেসরকারি স্বেচ্ছাসেবী এনজিও টিপিডিও এবং ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের যৌথ উদ্যোগে মানববন্ধন চলাকালীন সময় সমাবেশ অনুষ্ঠিত হয়। টিপিডিও এর নির্বাহী পরিচালক মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ এসএম মিজান, সংস্থার পরিচালক এইচএম জহিরুল হক, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, ডাঃ মনোতোষ সরকার, এইচএম মনিরুজ্জামান, জিএম জসিম হাসান, রিপন সরদার, রাজিব ইসলাম তারিম, অজিত রায়, ব্যবসায়ী আব্দুল হালিম প্রমুখ।
(Visited 5 times, 1 visits today)
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here