শুক্রবার , ২৪ মার্চ ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২৪, ২০১৭ ১১:৩৭ অপরাহ্ণ

নেপালে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আগামী ১-৫ এপ্রিল ২০১৭ ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম অ্যাসেম্বলি সম্পর্কে নেপালের প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্পিকার।

বৈঠকে স্পিকার বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে আর্থসামাজিক ক্ষেত্রে নারীর ইতিবাচক উন্নয়ন হয়েছে। এর ফলে দু’দেশের (বাংলাদেশ ও নেপাল) নারীরা আরো এগিয়ে যেতে সক্ষম হবে।’

বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার, দু’দেশের সংসদ সদস্য পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

 

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়