শনিবার , ২৭ নভেম্বর ২০২১ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জবিতে দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৭, ২০২১ ১২:২৪ পূর্বাহ্ণ

অমৃত রায়, জবি প্রতিনিধি:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ (ঢাকা দক্ষিণ অঞ্চল)’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) উক্ত অলিম্পিয়াডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা দক্ষিণ অঞ্চলের মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ টি বিভাগ হতে ১১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনলাইন প্লাটফর্ম ‘জুম’-এ বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
 
উক্ত প্রতিযোগিতা হতে দশজন প্রতিযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হন। তারা যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের- জুবায়ের রহমান, কাজী হাফিজুর রহমান, রেদওয়ানুল ইসলাম সিয়াম, শোভা ইসলাম, মোঃ তারিকুজ্জাম শাকিল, পার্থ সুত্রধর, মোঃ রিয়াজুল হাসান লিয়ন এবং হাসান কিবরিয়া; বুয়েটের রিদওয়ানুল হাসান তানভীর; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম রহমান মীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ।
উক্ত অনুষ্ঠানের আহব্বায়ক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, ”এমন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত ভীতি দূর হবে বলে আমি আশাবাদী। আমি শিক্ষার্থীদের আহব্বান করব তারা যেন এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।”
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ শওকত আলী, এ. এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মোঃ নুরুল আলম এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শরিফুল আলম সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি