বরিশালে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0
105

Sharing is caring!

দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে উপ-পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর সম্মেলন কক্ষে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ড রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা, যুবকল্যাণ তহবিলের চেক এবং মর্ডান অফিস ম্যানেজমেন্ট ও পোষাক তৈরী ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান হোসেন, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এনায়েত হোসেন, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রধান নির্বাহী সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশিক্ষণার্থী যুব উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ড রোধকল্পে যুবকদের ভূমিকা তুলে ধরে অতিথির বক্তব্যে রাখেন।

পারে ১৪ জন যুবকল্যাণ তহবিলের ২০২০-২১ অর্থবছরের ৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক এবং মর্ডান অফিস ম্যানেজমেন্ট ও পোষাক তৈরী ট্রেডের ৭ জন প্রশিক্ষণার্থীদের ১ লক্ষ ২০ হাজার টাকার প্রণোদনার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

(Visited 2 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here