নিজস্ব প্রতিবেদক.
আজ মঙ্গলবার (২৮ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় এবং বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে ২য় পর্যায়ে প্রশিক্ষিত দের মধ্যে এসব গাড়ি বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পথখাবার বিক্রেতাদের মধ্যে গাড়িগুলো তুলে দেন বিসিসির মেয়র মো. আহসান হাবিব কামাল। এরআগে নিরাপদ খাবার তৈরি ও পরিবেশনের ওপর এসব বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতিটি গাড়ির সঙ্গে ১টি পানির জার, ২টি জগ, ১২টি গ্লাস, ১২টি স্যুপ বাটি, ১২টি স্যুপ বল, ১২টি চামচ, ১২টি প্লেট, ১টি র্যাক, ১টি সুপারবিন, ২টি ছুরি, ২টি কারি চামচ, ১টি চামচ, ১টি ফ্রাইপ্যান, ১টি কড়াই, ১২টি চা চামচ, ১২টি চায়ের কাপ, ২টি কাঠের চামচসহ মোট ২৪ ধরনের সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্কাস্থ্য কর্মকর্তা ডা মোঃ মতিউর রহমানের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগের স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালকডা. বাসুদেব কুমার দাস, ক্যাব এর সাধারন সম্পাদক রণজিৎ কুমা র দত্ত, এবং ডা. মোঃ রবিউল ইসলাম

















