ভালোবাসা দিবস সামনে রেখে নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচিয়েছেন স্বামী।
ভারতের সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে ১৩ ফেব্রুয়ারি ৪৮ বছর বয়সি নরমতি সারা ধেঙ্গার দেহে তার স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।
সারা ধেঙ্গা দুই বছর আগে একটি দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পান। ওষুধ খাওয়া ও অন্য কারণে তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন চিকিৎসকরা।
গত দুই বছর ধরে ডায়ালাইসিসে ছিলেন তিনি। কিছু জটিলতার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে এবং তার স্বাস্থ্যেরও অবনতি হয়। এ অবস্থায় দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল।
এ পরিস্থিতিতে নরমতি সারা ধেঙ্গার স্বামী রাম কুমার থাপা স্ত্রীকে তার কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার সফল কিডনি প্রতিস্থাপন হয়। কিডনি প্রতিস্থাপনের পর দুজনই সুস্থ আছেন।
(Visited ১৮ times, ১ visits today)

















