বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ৫টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায়

0
53

Sharing is caring!

বরিশালে বিভিন্ন বাজার ঘুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ৫টি মামলায় ১০ হাজার ৫০০ অর্থদণ্ড আদায় করা হয়েছে।
২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলাম এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল ফাহিজা বীসরাত হোসেন ও মুহাম্মদ মারজানুর রহমান।
এসময় তারা লঞ্চঘাট ও সোনামিয়ার পোল বাজার রায়পাশা কড়াপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইনে এসময় নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি মামলায় ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
(Visited 1 times, 1 visits today)
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here