ক্রিকেটার মুস্তাফিজুর নয়, বরং একজন ‘ভালো মানুষ’ হিসেবেই বেঁচে থাকতে চান কাটারমাস্টার খ্যাত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন তিনি।
ঘরের মাঠে ২০১৫ আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলে দুর্দান্ত আত্মপ্রকাশ ঘটে ২১ বছর বয়সী মুস্তাফিজের। এরপর বল হাতে একের পর চমক দেখিয়ে নজর কাড়েন সবার। এ সময় খ্যাতিও তৈরি হয় খুব দ্রুত। তবে, তা যেন কোনভাবেই প্রভাব ফেলেনি মুস্তাফিজের মনে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সফলতাকে কখনো সেভাবে মাথায় ঢুকতে দেই না। আপনারা অনেক বড় হতে বলেন, বলেন আমি গ্রেট ট্যালেন্ট। এসব আমি কিছুই ভাবি না।’
তবে তার প্রত্যাশা বড় ক্রিকেটার হতে না পারলেও যেন ভালো মানুষ হয়ে স্মরণীয় হয়ে থাকতে পারেন সবার মনে। মুস্তাফিজ বলেছেন, ‘যদি আমি বড় ক্রিকেটার নাও হতে পারি, তবে অন্তত ভালো মানুষ হিসেবে স্মরণীয় হতে চাইবো।’
আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে এ পর্যন্ত ১৭টি টি২০ ম্যাচ খেলেছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। এর মধ্যে ১৪.৯২ গড়ে তুলে নিয়েছেন ২৭টি উইকেট। এর মধ্যে গেল বছর ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেনসে ২২ রানে ৫ উইকেট, আর সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের শেষ ম্যাচে ২১ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন বাহাতি এই পেসার।
এ সময় সাক্ষাতকারে টি২০ ক্রিকেটে সফলতার মূল রহস্যও তুলে ধরেছেন মুস্তাফিজ। এ প্রসঙ্গে তার মতামত, ‘এই ধরনের ক্রিকেটে আপনার ভ্যারিয়েশন দরকার। প্রত্যেক বোলারের বিশেষ কিছু বল থাকে। কিন্তু সফলতা পেতে আপনার ডেলিভারির ওপর নির্ভর করতে হয়।’
এদিকে সম্প্রতি লঙ্কা সফরে দুই টেস্টে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আর ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট। এ সফলতায় খুব বেশি খুশি নন তিনি। তবে শেষ সময়ে এসে টি২০ পারফরমেন্সে কিছুটা স্বস্থি আছে মুস্তাফিজের। এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেছেন, ‘আমি শ্রীলঙ্কায় ওয়ানডে বোলিং নিয়ে সন্তুষ্ট। তবে এই সফরে আমি যা চেয়েছি, তার সবকিছু করতে পারিনি। আমি ঠিক জায়গায় বল ফেলতে পারিনি। লেংথেও সমস্যা হয়েছে। শেষ ওয়ানডেতে আমি ছন্দে ফিরেছি। টি২০তে আমার বোলিংয়ে আমি খুশি।’
এদিকে ক্যারিয়ারের লক্ষ্য জানতে চাইলে সোজাসাপটা জবাব দিয়েছেন মুস্তাফিজ। জানিয়েছেন, দেশের জন্যে সেরাটাই দিয়ে যেতে চান শেষ অব্দি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি কোনো লক্ষ্য স্থির করিনি। আমি সব সময় আমার সেরাটা দিয়েই দেশকে সাফল্য এনে দিতে চাই।’

















