ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) টাইগার ওপেনার তামিম ইকবালের ক্যারিয়ারসেরা ইনিংস খেলার দিনে জয় তুলে নিয়েছে তার দল মোহামেডান স্পোটিং ক্লাব। মঙ্গলবার(১৮ এপ্রিল) তারা ২৮ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে।
সাভারের বিকেএসপিতে এদিন মোহামেডানের দেওয়া ৩০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামে কলাবাগান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে শেষ অব্দি ২৮৩ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন মাসাকাদজা। ৮০ বল মোকাবেলা করে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৬১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তুষার ইমরান। মুক্তার আলী করেন ৩২ বলে ৩৮ রান।
মোহামেডানের পক্ষে ৬৯ রানে ৩টি উইকেট পান কামরুল ইসলাম রাব্বি। এছাড়া ২টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে চড়ে ৩০৭ রানের বিশাল সংগ্রহ করে মোহামেডান। শামসুর রহমান শুভকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন তামিম। এরপর শুভ বিদায় নিলেও একপ্রান্তে দারুণ ব্যাটিং চালিয়ে যান তামিম। শেষ পর্যন্ত নতুন রেকর্ড গড়ে ১৫৭ রানে থামেন তিনি। ১২৫ বল মোকাবেলা করে ১৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের ইনিংসটি ছিল এতোদিন কোন বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। এছাড়া শুভ ৩৮ ও কামরুল ইসলাম রাব্বি ২২ রান করেছেন।
কলাবাগানের পক্ষে ৫২ রানে ৪টি উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা। নাবিল সামাদ ও মুক্তার নিয়েছেন ২টি করে উইকেট।

















