মহান মে দিবসেও মালিক পক্ষ হুমকি দিয়ে শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ।।

0
291

Sharing is caring!

আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান ১লা মে। আজকের দিনে শ্রমিক শ্রেণি তাদের সমস্ত কাজ বন্ধ রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহান ১লা মে উদযাপন করবে এটাই ছিল স্বাভাবিক কথা কিন্তু আজকের এই দিনেও শ্রমিক শ্রেণিকে কাজে যোগদানে বাধ্য করিয়েছে বরিশাল চকবাজার দোকান মালিক সমিতি কর্তৃপক্ষ। তাদের এমন সিদ্ধান্তে সমস্ত দোকান কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

- Advertisement -

গত ২৬ এপ্রিল দোকান কর্মচারীদের পক্ষ থেকে বরিশালের জেলা প্রশাসক বরাবরে বরিশালের সকল দোকান বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছিল। জেলা প্রশাসক মহোদয় সাথে সাথে ল্যান্ড ফোনের মাধ্যমে মালিক সমিতির সাধারণ সম্পাদক ময়ূরী ডিপার্টমেন্টাল স্টোরের মালিক শেখ আব্দুর রহিম সাহেবকে মে দিবসে সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। দোকান কর্মচারীদের পক্ষ থেকেও মালিক সমিতিকে চিঠি দেয়া হয়। কিন্তু তারা জেলা প্রশাসন এবং দোকান কর্মচারী ইউনিয়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দোকান কর্মচারীদের হুমকি ধামকি দিয়ে, চোখ রাঙিয়ে কাজে যোগদান করতে বাধ্য করে। মালিক সমিতির এহেন আচরণ সভ্য সমাজে কাম্য হতে পারে না। দোকান কর্মচারীদের পক্ষ থেকে মালিক সমিতির এহেন আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সাথে সাথে জেলা প্রশাসনকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান হয়।

(Visited 4 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here