রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া নিয়োগ পেয়েছেন।। আগামী মঙ্গলবার তার দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই পদের জন্য তাঁর নিয়োগ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে জিও টিভি ।। আগামি মঙ্গলবার দেশটির বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফ অবসরে যাবেন।। এর পরেই কামার জাভেদ তার দায়িত্ব বুঝে নিবেন।।
সুত্র::জিও টিভি
(Visited ১২ times, ১ visits today)

















