ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহঃ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নেওয়াজ শরিফ। চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নবকলশ গ্রামে তার জন্ম। এখানেই কাটে তার ছেলেবেলা। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অন্যায়ের সাথে আপোষহীন। ভালবাসতেন দুরন্তপনা, খেলাদুলা, বিতর্ক। প্রচন্ড ডানপিটে হওয়া সত্তেও প্রত্যেক ক্ষেত্রেই ছিলেন সফল। স্কুল জীবন শেষ করে ভর্তি হন রাজউক উত্তরা মডেল কলেজে। কলেজ জীবন থেকেই রাজনীতি চর্চা শুরো এবং রাজনীতিতে হয়ে উঠেন সক্রিয়। পারিবারিক সূত্রেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি ভালোবাসতেন। নিজের মতই ভালোবাসেন শহিদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানকে। যখন থেকে রাজনীতি বুঝতে শুরো করেন তখন থেকেই সক্রিয় হয়ে উঠেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। অন্যেরা যখন রাজনৈতিক চর্চার সময় নিজেকে হাঁড়িয়ে ফেলেন সে সময়েও তিনি পড়ালেখা এবং বিতর্কে ছিলেন প্রশংসনীয়। মানারাত বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক করেছেন দীর্ঘ পাঁচ বছর। বিজয়ী হয়েছেন অসংখ্য জাতীয় পর্যায়ের বিতর্কে। বিভিন্ন প্রিতিকূল মুহুর্তে রাজনীতিতে তার অবস্থান সক্রিয় থাকায় দলে রয়েছে তার সম্মানিত অবস্থান। প্রায় ১ বছর ৬ মাস পর গত ০৭.০৫.২০১৭ তাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষণা করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি। উক্ত কমিটিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এবং মিরপুর থানা ছাত্রদল নেতা নেওয়াজ শরীফ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহঃ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কাম্রুজ্জামান জুয়েল কে সভাপতি এবং সাফায়েত রাব্বি আরাফাত কে সাধারণ সম্পাদক করে পুরনাঙ্গ কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ । নেওয়াজ শরীফ পুর্বে মিরপুর থানা ছাত্রদলের সদস্য ছিলেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীন মানারাত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও ছাত্র থাকা কালীন তিনি নানা সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ‘বন্ধু সংগঠনে’ ২০০৭ সালের সভাপতি, আবৃত্তি সংগঠন ‘সনকের’ কার্যকরী কমিটি সদস্য, মানারাত মানারাত বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর বর্তমান সহঃ সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন। বিএনপির কয়েকজন নেতা আমাদের জানান, রাজনীতির মত মহান জায়গাটি যখন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছিলো সে জায়গায় দাঁড়িয়ে এমন মেধাবী ছাত্র আমাদের সাথে থাকা আমাদের সামনের পথচলাকে আর সুন্দর ও প্রশংসনীয় করবে।এদিকে নিজেকে যোগ্য মনে করায় নেওয়াজ শরীফ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদককে। সেই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি ও সাধারন সম্পাদক এবং যার মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি মহানগর পশ্চিম ছাত্রদলের সহঃ সভাপতি, মিরপুর থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আহমেদের প্রতি।

















