নিজস্ব প্রতিবেদকঃ
নিজ ফেসবুক আইডিতে ধর্ম, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বিষয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় বাগেরহাটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বাগেরহাট শহরের দড়টানা বাসাবাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় বাগেরহাট মডেল থানার এসআই ফজলুল হক বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০১৩ সালে ৫৭ ধারায় একটি মামলা করেছেন। সোমবার বিকালে ওই যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ওই যুবক তার ফেসবুকে রাষ্ট্র, ধর্ম ও আইনশৃঙ্খলা বিষয়ে হুমকিমূলক স্ট্যাটাস দেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে পুলিশের নজরে আসলে ওই যুবককে গ্রেফতার করা হয়।
(Visited ১০ times, ১ visits today)
















