বৃহস্পতিবার , ১৮ মে ২০১৭ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘গুরুত্বপূর্ণ’ ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৮, ২০১৭ ৯:১৭ অপরাহ্ণ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ১৯ মে (শুক্রবার) আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দুইটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তাই সিরিজে টিকে থাকতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশে যেটি সরাসরি দেখা যাবে বিটিভি ও গাজী টিভির পর্দায়।

এরআগে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। মালাহিডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১ দশমিক ১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তুলে টাইগাররা। এরপর বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে ২টি করে পয়েন্ট পায় দুই দল।

এদিকে গেল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে টাইগাররা। সৌম্য সরকারের ৬১, মুশফিকুর রহিমের ৫৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৫১ রানের সুবাদে ৯ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ হয় পায় বাংলাদেশ।

জবাবে ১৫ বল ও ৪ উইকেট হাতে রেখে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৫১ রানে হারিয়েছিলো কিউইরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অধিনায়ক টম লাথাম ৫৪ ও জেমস নিশাম ৫২ রান করেন।

এবার আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতেই মাঠে নামতে চাই মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ দল। এ ম্যাচের পর বাংলাদেশের পরবর্তী লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ২৪ মে টুর্নামেন্টের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।

আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

 

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

পশুর হাটে কেউ চাঁদা নিতে আসলে আমাকে জানাবেন :বরিশালের পুলিশ সুপার

বরিশালে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তায় প্রদান।বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তায় প্রদান।

বরিশালে ভাসমান পেয়ারার হাট দেখে মুগ্ধ হর্ষ বর্ধন শ্রিংলা

বিডিজবসের বিজ্ঞাপন, আবেদন করে তিন শতাধিক চাকরিপ্রার্থী দিশেহারা

জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করে।।

বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

আবদুল হামিদ

রোববার সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

আইপিএলের ‘চমক’ নেপালি ক্রিকেটার

বার্সার জয়,,রিয়েলের সাথে পয়েন্ট ব্যবধান দুই।।

বার্সার জয়,,রিয়েলের সাথে পয়েন্ট ব্যবধান দুই।।