শুক্রবার , ১৯ মে ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সিরিয়ার যুদ্ধ কবলিত শিশুদের জন্য ঘর দেবে তুরস্ক

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৯, ২০১৭ ৯:২৫ অপরাহ্ণ

সিরিয়ার যুদ্ধ কবলিত শিশুদের জন্য তুরস্ক এক বিশাল জায়গা দিয়েছে। যেখানে যুদ্ধে পরিবার হারানো এসব শিশুর জন্য ঘর ও শিক্ষার ব্যবস্থা করা হবে।

শুক্রবার (১৯ মে) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, রেহানিল নামে সীমান্তবর্তী ওই এলাকায় প্রায় এক হাজার শিশুর জন্য বাসস্থান তৈরি করা হবে। মোট ৫৫টি বাড়ির মতো তৈরি করা হবে; সেখানে থাকবে চারটি স্কুল, একটি মসজিদ, খেলার মাঠ এবং খোলা জায়গা।

এই কেন্দ্রটি দুই বছরের কম সময় আগে তুরস্কের সরকার এবং দুটি সাহায্য সংস্থার অর্থে গড়ে তোলা হয়েছে। ইউনিসেফ বলছে, সিরিয়াতে ছয় বছরের যুদ্ধে ছয় মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কের সরকার সমর্থিত আইএইচএইচ এবং কাতারভিত্তিক আরএএফ এই ‘অরফ্যান সিটি’ গড়ে তোলে। তারা বলছে, সিরিয়ার শিশু যারা সবকিছু হারিয়ে রাস্তায় রয়েছে, তাদের মানসিকভাবে সাহায্য করাই তাদের উদ্দেশ্য।

এ ছাড়া আরও পাঁচ হাজার শিশু যারা ওই কমপ্লেক্সে থাকবে না তাদেরকেও সাহায্য করবে তুরস্ক।

 

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়