আমি বাঙ্গালি……………… আর.এম।
……………………………………………..
আমি বাঙ্গালি তাই
ভয় পাইনা
প্রণয়ের আগামী সংকেত
বজ্র চমকে,
আমি বাঙ্গালি তাই
বুক কাঁপেনা
খাপ খোলা তরবারীর
অগ্নিদগ্ধ রক্ত ঝলকে।
আমি বাঙ্গালি তাই
চোখে জল আসেনা
রক্ত ঝাড়ানো
চাবুকের ঘায়,
আমি বাঙ্গালি তাই
হৃদয় টলেনা
রক্ত কিংবা জীবন
হারানোর ভয়।
………………………………..
………………………………..
(Visited ১৩ times, ১ visits today)

















