লা লিগা জিতে জিদানের অন্যরকম অনুভূতি

0
297

Sharing is caring!

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগার শিরোপা জয়কে পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে মনে করছেন জিনেদিন জিদান। এমনকি গত বছর মাদ্রিদের কোচ হিসেবে প্রথম বছরেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জনের থেকেও লিগ শিরোপা অর্জনকে এগিয়ে রাখছেন এই ফরাসি কোচ। খেলোয়াড় হিসেবেও লা লিগার শিরোপা অর্জনের অভিজ্ঞতা রয়েছে জিদানের। কিন্তু সবকিছুর উর্ধ্বে তিনি কোচ হিসেবে শিরোপা প্রাপ্তিকেই বড় করে দেখছেন।

- Advertisement -

রবিবার অ্যাওয়ে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোলে মালাগাকে ২-০ গোলে হারিয়ে ৩৩তম স্প্যানিশ শিরোপা জয় করেছে মাদ্রিদ। জিদান বলেন, ‘লিগ জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। বেশ কয়েকটা বছর আমরা লিগ জিততে পারিনি। লিগ হচ্ছে খুব কঠিন প্রতিযোগিতা। এটি প্রতিদিনের প্রতিযোগিতা। সুতরাং, লিগ শিরোপা জয়টা খুব বড় সাফল্য। বিশ্বখ্যাত এক ক্লাব হিসেবে রিয়ালের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ ও জরুরি হয়ে পড়েছিল। স্প্যানিশ লিগ আমার মতে বিশ্বের সেরা লিগ। এই লিগ জেতার অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য।’

নিজের সময়ের বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড় হিসেবে জিদান বিশ্বকাপ, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন। কিন্তু তিনি স্বীকার করেছেন কোচ হিসেবে এই অর্জনগুলো অতিরিক্ত একটি দায়িত্বের মধ্যেই পড়ে। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার কাছে প্রত্যাশার মাত্রাটা সকলেই জানে। খেলোয়াড় হিসেবে আমার এই অভিজ্ঞতা আছে। আর সে কারণেই দিনটিকে সবচেয়ে আনন্দের হিসেবে দেখছি। কারণ কোচ হিসেবে অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। এই ক্লাব ও জার্সির হয়ে আমি সবকিছু জয় করেছি, কিন্তু লা লিগা শিরোপা জয় সবকিছুর উর্ধ্বে। আজ আমি অনেক বেশী উচ্ছসিত কারন নয় কিংবা দশ মাস পরে আমরা লা লিগা জয় করেছি। ’

কোচ হিসেবে জিদানের প্রশংসা করতে ভুল করেননি মাদ্রিদের মূল খেলোয়াড় রোনালদোও। আট বছর আগে রিয়ালে যোগ দেবার পরে এই নিয়ে দ্বিতীয় শিরোপার দেখা পেলেন রোনালদো। জিদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পর্তুগীজ এই তারকা বলেছেন, ‘সবকিছুই সে বেশ বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করেছে। আর তার প্রমাণ হলো আমরা বিশ্বের অন্যতম সেরা দল বার্সেলোনার কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছি।

রোনালদো আরও বলেন, ‘সব মিলিয়ে বলতে গেলে রিয়াল মাদ্রিদে এটাই আমার সেরা মৌসুম। প্রতিটি মিনিট প্রতিটি খেলোয়াড় ভাল খেলেছে এবং এই শিরোপা জয়ে পুরো দলের কৃতিত্ব রয়েছে।’

 

(Visited 8 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here