রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেলেন ৩১ বছর বয়সী রোনালদো।। সোমবার ফ্রান্সের রাজধানি প্যারিসে এক অনুষ্ঠানে ব্যালন ডি’অর জয়ী রোনালদোর নাম ঘোষণা করা হয়।।তবে অনুষ্টানে ছিলেন না রোনালদো।। রিয়েল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলতে তিনি এখন জাপানে আছেন।। ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালেও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন রোনালদো।।
এছাড়া দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার মেসি।। আতলেতিকো মাদ্রিদের গ্রিজমান আছেন তৃতীয় স্থানে।। উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস চতুর্থ ও ব্রাজিলিয়ান তারকা নেইমার হয়েছেন পঞ্চম ।।
(Visited ১২ times, ১ visits today)

















