মঙ্গলবার , ২৩ মে ২০১৭ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কবর-দাহ নয়, মৃতদেহ গলিয়ে সৎকার

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২৩, ২০১৭ ১০:০১ অপরাহ্ণ

কবর-দাহ নয়, মৃতদেহ ‘গলিয়ে ফেলার’ নতুন সৎকার পদ্ধতি চালু করেছে আমেরিকা এবং কানাডা।

যাকে বলা হচ্ছে ‘অ্যালকালাইন হাইড্রোলাইসিস’। যার মূল কথা হলো একটি ক্ষারজাতীয় তরলের মধ্যে মৃতদেহটি দ্রবীভূত করে ফেলা। কিছুদিনের মধ্যেই মৃতদেহ সৎকারের এ পদ্ধতি ব্রিটেনে চালু করা হবে।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

মানুষের মৃত্যুর পর ধর্মবিশ্বাস অনুযায়ী মৃতদেহটিকে কবর দেওয়া হয়, বা দাহ করা হয়। বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতায় এটাই চলে আসছে। কিন্তু আমেরিকা এবং কানাডায় নতুন এক বিকল্প চালু করেছে।

অনেকে একে বলছেন, পরিবেশবান্ধব সৎকার বা ‘গ্রিন ক্রিমেশন’-যাতে কবরের জন্য জায়গা খরচ হবে না, মৃতদেহ পোড়ানোর জন্য কাঠ, আগুন বা ধোঁয়া বা বিদ্যুত খরচের ঝামেলাও থাকবে না।

এতে একটি শক্তিশা্লী ক্ষারজাতীয় দ্রবণের মধ্যে মৃতদেহটি ডুবিয়ে দেয়া হয় – যাতে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত মাংসপেশী গলে গিয়ে একটা স্বচ্ছ বাদামি তরল পদার্থে পরিণত হয়ে যায়।

এরকম ১৪টি সৎকার কেন্দ্র এখন বিভিন্ন দেশে চালু রয়েছে।

এসব কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, যারা কবর দিতে চান না, তাদের মধ্যে ৮০ শতাংশই এখন এটা পছন্দ করছেন – যা তাদের বেশ অবাক করেছে।

এ্যালকালাইন হাইড্রোলাইসিস মেশিনটি তৈরি করেছে রেসোমেশন নামে একটি ব্রিটিশ কোম্পানি। তারা বার্মিংহ্যাম শহরের কাছে এরকমই একটি মেশিন বসাতে যাচ্ছে এ বছরেরই শেষ নাগাদ।
মূল যন্ত্রটি হচ্ছে ৬ ফিট উচু, চার ফিট চওড়া, এবং ১০ ফিট গভীর। সামনের দিকে একটি গোল দরজা অনেকটা ব্যাংকের ভল্ট বা সাবমেরিনের দরজার মতো।

একটি ট্রে-তে শুইয়ে মৃতদেহটি মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়, এবং দরজা বন্ধ করে দেয়ার পর তা উচ্চ তাপে একটি শক্তিশালী হাইড্রক্সাইড দ্রবণে ডুবিয়ে দেয়া হয়।

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের স্টিলওয়াটারের এমনি একটি সৎকারকেন্দ্রের কর্মকর্তা জেসন ব্রাডশ’ বলছেন, একটা কবরে মৃতদেহ যেভাবে প্রাকৃতিকভাবে পচেগলে মাটির সাথে মিশে যায়, এই মেশিনের ভেতরে ঠিক সেই প্রক্রিয়াটাই ঘটে – কিন্তু তা ঘটে কৃত্রিমভাবে, এবং অনেক দ্রুতগতিতে।

ব্রাডশ আরও বলেন, একটি মৃতদেহের হাড় ছাড়া পুরো শরীরটা তরলে পরিণত হতে সময় লাগে মাত্র ৯০ মিনিট থেকে চার ঘন্টা।

এর পর দরজা খুলে হাড়গুলো সংগ্রহ করা হয় এবং তা আরেকটি যন্ত্রের সাহায্যে ময়দার মতো চূর্ণে পরিণত করা হয়।

ডাচ গবেষক এলিজাবেথ কেইৎজার বলছেন, পরিবেশগত প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখা গেছে কবর বা দাহের তুলনায় এর প্রতিক্রিয়া অনেক অনেক কম।
খরচের দিক থেকেও এ্যালকালাইন হাইড্রোলাইসিসের খরচ – কবর বা দাহের তুলনায় – অতি সামান্য।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন ও এনামুলের নাম সিপিএলের নিলামে ।

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

জবি ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল, সম্পাদক রনিয়া

ইসি

মিডিয়া সেল গঠন, প্রতিদিন ব্রিফ করবে ইসি

বরিশালে মোট আক্রান্ত ৮৭২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪০ জনঃ নতুন করোনা সনাক্ত ১০ জন

পটুয়াখালীতে স্মার্ট কার্ড নিতে গিয়ে অর্ধশত অসুস্থ, নিখোঁজ ২

ঝালকাঠিতে উত্তরপত্র সরবরাহের অভিযোগে আটক ৬, একই পরিবারের তিনজনের জেল

বরিশালে ৭ম বিডিএ-এনডিএফ বিডি বরিশাল বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৯ অনুষ্ঠিত

পানি সম্পদ প্রতিমন্ত্রী’র বড় ভাই আর নেই

আগামীকাল বরিশালে উপমহাদেশের সবচেয়ে বড় দিপাবলী উৎসব