বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশে উৎপাদিত পাটপণ্য রফতানি করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
বুধবার জাতীয় সংসদে বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার (মহিলা আসন-৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, এসব পাটপণ্য হলো-মিনারেল ওয়েল ট্রিটেড অয়েলট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ, হল-মিনারেল ওয়েল ট্রিটেড ও ভেজিটেবল অয়েলট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ, সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সুতা, সিবিসি এবং পাটের শপিং ব্যাগ।
দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে বিজেএমসির পাটগুলোতে পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ২,৫৬,৪৬২ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় ৭৭১৮ মেট্রিক টন কম।
(Visited ১৪ times, ১ visits today)

















