যশোর অফিস : চলতি বছর যশোর শহরের তিনটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে ১১ জন আবেদন করেছে। আসছে ৫ জুন এই আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। ৯ মে থেকে অনলাইন ও টেলিটক সিমের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হয়। ২৬ মে ছিল আবেদনের শেষ দিন। মেধাক্রম অনুযায়ী এই ফলাফলা প্রকাশ করা হবে।
যশোর সরকারি এমএম কলেজের প্রধান অফিস সহকারী আব্দুল কুদ্দুস জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে কলেজটিতে মোট আসন রয়েছে ৬৮০টি। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩০টি এবং মানবিক ও বাণিজ্য বিভাগে রয়েছে ১৭৫টি করে আসন। আর এই আসনের বিপরীতে কলেজটিতে ভর্তি হতে আবেদন জমা পড়েছে আট হাজার ৪৩২টি।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী জানিয়েছেন, তার কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ২০০টি, মানবিক বিভাগে ৩০০টি ও বাণিজ্য বিভাগে রয়েছে ১৫০টি আসন। সবমিলে আসন রয়েছে ৬৫০টি। আর ভর্তির আবেদন করেছে চার হাজার শিক্ষার্থী।
যশোর সরকারি সিটি কলেজের প্রধান অফিস সহকারী আসলাম শিকদার জানিয়েছেন, সিটি কলেজে উচ্চ মাধ্যমিকে ৫৯০টি আসন রয়েছে। যেখানে ভর্তি হতে আবেদন করেছে আট হাজার ৩৩২ শিক্ষার্থী। কলেজটিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ১৫০টি করে এবং মানবিক বিভাগে ২৯০টি আসন রয়েছে।
সবমিলিয়ে শহরের তিন সরকারি কলেজে মোট আসন রয়েছে এক হাজার ৯২০টি। আর ভর্তির জন্য আবেদন করেছে ২০ হাজার ৭৬৪ শিক্ষার্থী। যা মোট আসন থেকে প্রায় ১১ গুন বেশি।

















