বৃহস্পতিবার , ৮ জুন ২০১৭ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চলতি মাসে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৮, ২০১৭ ১:৩২ পূর্বাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চলতি মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এমন খবর দিয়েছে।

পিটিআই জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা আসার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ এশিয়ার কোনো দেশে এটিই তার প্রথম একা সফর।

তবে সুষমা স্বরাজের ঢাকা সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এটি নিশ্চিত করে বলতে পারি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রথম সফর করবেন প্রতিবেশী দেশগুলোতে। সফর দুটি অনুষ্ঠিত হবে চলতি জুনে।

‘তাদের এ সফরের মধ্য দিয়ে এটি বোঝানো হচ্ছে যে, ভারতের কাছে প্রতিবেশীদের অগ্রাধিকারই প্রাধান্য’ যোগ করেন তিনি।

ভারতের গণমাধ্যম বলছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসকরা সুষমাকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। সেই ছাড়পত্র পেয়ে প্রথম বিদেশ সফরে ‘ঢাকা’ বেছে নিয়েছেন তিনি। তবে ঢাকার সঙ্গে বিদেশ সফরে সুষমা মিয়ানমারকেও যুক্ত করেছেন।

গত বছর ডিসেম্বরে কিডনিতে অস্ত্রোপচার হয় সুষমার। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন ভারতের পরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে দিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে দ্বি-পাক্ষিক বেশ কয়েকটি চুক্তি ও খসড়া স্বাক্ষর হয়। তিস্তা নিয়ে তেমন কোনো অগ্রগতি না হলেও ভারত বাংলাদেশকে ৫০০ কোটি ডলার ঋণ দেয়। এছাড়া দুই দেশের মধ্যে সড়কপথে যোগাযোগ বাড়ানো, পরিকাঠামোগত উন্নয়ন ছাড়া বিভিন্ন খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়।

সুষমার ঢাকা সফরে প্রত্যেকটি বিষয় মূল্যায়ন হতে পারে বলে জানা গেছে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি