তিন কন্যাকে রাষ্ট্রপতির অভিনন্দন

0
492

Sharing is caring!

বৃটিশ পার্লামেন্টে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

- Advertisement -

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, “এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি পুনরায় যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ায় তিন বাঙালি কন্যাকে অভিনন্দন জানিয়েছেন।”

৮ জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এই তিন বাংলাদেশি ‘কন্যা’ বড় ব্যবধানে জয় পান। লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে ১৫ হাজার ৯৬ ভোটের বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ফের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।

এদিকে এবারের মধ্যবর্তী নির্বাচনেও ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। এর আগে ২০১০ সালে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে ১১ হাজার ৫৭৪ ভোট বেশি পেয়ে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন-বো আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টে পা রেখে ইতিহাসের পাতায় ঢুকে যান তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনেও নিজেকে ছাড়িয়ে আবারও ঢুকে যান ব্রিটিশ পার্লামেন্টে।

(Visited 2 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here