সোমবার , ১২ জুন ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হচ্ছেন মেলানিয়া ট্রাম্প

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১২, ২০১৭ ১২:৩১ পূর্বাহ্ণ

অবশেষে হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। ছেলেদের স্কুল পরিবর্তনের সমস্যার কারণে এতো দিন ট্রাম্পকে সঙ্গী করে হোয়াইট হাউসে ওঠা সম্ভব হয়নি। সম্প্রতি ছেলেদের স্কুল পরিবর্তনের সমস্যা সমাধান হওয়ায় হোয়াইট হাউসে বাসিন্দা হতে যাচ্ছেন মেলানিয়া।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

সিএনএন জানিয়েছে, স্কুল পরিবর্তনজনিত সেই সমস্যার সমাধান হয়েছে। এ মাসেই হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প।

নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন কিংবা হোয়াইট হাউস নাকি ট্রৃাম্প টাওয়ার? কোথায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া? ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই নিয়ে সরব ছিল মার্কিন মিডিয়া।
মেলানিয়া আর ব্যারন কবে থেকে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন, এক পর্যায়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘যতো দ্রুত সম্ভব। তার স্কুলের বছরটা শেষ হলেই’।

এবার সেই কথা বাস্তব হচ্ছে। তবে মেলানিয়া কবে থেকে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন সে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

তবে আগামী ১৪ জুন ডোনাল্ড ট্রাম্পের ৭১তম জন্মদিন। মেলানিয়া হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য সেই দিনটি বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়