আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরিশালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম রবিবার থেকে শুরু হয়েছে। বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশন এলাকার বিশিষ্ট ১০ ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টকার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডের নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ করা হবে।
বরিশাল ক্লাব লিমিটেড’র অমৃত লাল দে মিলেনায়তনে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন- স্বাধীন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, এটা হতে পারে না। সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র টিকে না। আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের কাজ করে অগ্রসর হচ্ছি। সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি কপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন) ড. মো. শাহজাহান।
জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান জানান, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরণের পর জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ কার্ড বিতরণ করা হবে।
তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা হয়েছে স্মার্টকার্ড। ১৩০০ কোটি টাকার প্রকল্পে প্রথম পর্যায়ে ১০ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ৭৫টি প্রতিষ্ঠান তাদের পরিচয় নিশ্চিত করতে এ পদ্ধতি ব্যবহার করেছে।ফ্রান্সের একটি কোম্পানি থেকে নয় কোটি ব্লাঙ্ক কার্ড আমদানি করে দেশীয় সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হচ্ছে এ স্মার্টকার্ড। এছাড়াও আন্তর্জাতিক মানের জন্য ২০টি প্রতিষ্ঠান থেকে সার্টিফাইড করা হয়েছে এটি।প্রসঙ্গত, ২০১৬ সালের ২ অক্টোবর প্রথম স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(Visited ২১ times, ১ visits today)

















