চীনের আলীবাবা গ্রুপের মালিক ও ধনকুবের জ্যাক মা একদিনেই তিনশো কোটি ডলার সম্পত্তি বাড়িয়েছেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে আলীবাবার শেয়ারের দাম বৃদ্ধিতেই একদিনেই তার সম্পদ এতটা বেড়েছে।
আলীবাবার এতটা ভালো ব্যবসার আশা করেছিলেন না বাজার বিশ্লেষকরা।
জ্যাক মা ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন আলীবাবা। তার আগে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।
৬০ হাজার ডলার দিয়ে ব্যবসা শুরু করেছিলেন জ্যাক মা। তখন নিজের অ্যাপার্টমেন্ট থেকে সব কাজ করতেন তিনি।
আর সেই আলীবাবা এখন চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলোর একটি; যার বাজার মূল্য চল্লিশ হাজার কোটি ডলার।
(Visited ১০ times, ১ visits today)

















