ভারত নয়, জয়াবর্ধনের মনোযোগ খুলনা টাইটান্সে!

0
435

Sharing is caring!

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে। টিম ইন্ডিয়ার নতুন কোচের সন্ধানে নেমেছে বিসিসিআই। ভারতীয় মিডিয়ায় গুঞ্জন উঠেছে, ভারতের পরবর্তী কোচ হচ্ছেন মাহেলা জয়াবর্ধনে! তার অধীনে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে ভারতীয়দের আগ্রহের কেন্দ্রে রয়েছেন লঙ্কান কিংবদন্তি।

- Advertisement -

এছাড়া গ্রাহাম ফোর্ড চাকরি ছেড়ে দিলে জয়াবর্ধনের শ্রীলঙ্কার কোচ হওয়ার গুঞ্জনও চাউর হয়েছে। আপাতত জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি নন লঙ্কান এই গ্রেট। নিজেকে রাখতে চান ক্লাব ক্রিকেটেই। অভিজ্ঞতা সঞ্চার করার বড় মাধ্যমই তো ক্লাব কোচিং!

ভারত কিংবা শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিং নয়, জয়াবর্ধনের মনোযোগ এখন ক্লাব ক্রিকেটেই। তথা বিপিএলের দল খুলনা টাইটান্স ও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে ভাবছেন তিনি। আর মনোযোগ রাখতে চান খুলনা-মুম্বাইয়েই।

নিজের অফিসিয়াল টুইটার পেজে জয়াবর্ধনে স্রেফ জানিয়ে দিয়েছেন, ‘আমি খুশি এজন্য যে ভারতের কোচিংয়ের চাকরিতে আমাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু এখনই আমার পক্ষে পূর্ণকালীন সময়ে কোচ হওয়া সম্ভব নয়। আমি মুম্বাই এবং খুলনার প্রতি পূর্ণ অঙ্গিকারাবদ্ধ। সেখানেই মনোযোগ রাখতে চাই।’

(Visited 11 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here