ময়লা ফেলতে বাধা দেয়ায় বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলা চালিয়েছে নগরীর কাটপট্টি এলাকার এক ব্যবসায়ী। এতে বিসিসির এক পরিচ্ছন্ন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পরিচ্ছন্ন সুপার ভাইজার সোহাগকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে । এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিসিসির পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা ঢাকাটাইমসকে জানান, সকালে ওই এলাকায় পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিস্কার করার পর স্থানীয় বেবি ফ্যাশনের মালিক সুমন গাইন ও দোকান কর্মচারী সাদ্দাম পুনরায় রাস্তায় ময়লা ফেলেন। এতে বাধা দেয় বিসিসির পরিচ্ছন্ন কর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় ওই ব্যবসায়ী।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, এ ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।