বিডি ক্লিন – বরিশাল এর আয়োজনে , বরিশাল জেলা প্রশাসন ও পিপীলিকা চ্যারেটি ক্লাব এর সহযোগিতায় বরিশাল – ভোলা মহাসড়কের ৪.৮ কিঃমিঃ বরিশাল ফুল সরনির ৪৮ টি পয়েন্টে রাস্তার দুই পাশে ১০০ মিটার সমান দুরত্বে ৯৬ টি তাল গাছের চারা, হিরন পয়েন্ট ও জিরো পয়েন্টে দুটি করে চারটি তাল গাছের চারা সহ সর্বমোট ১০০টি তাল গাছের চারা ও প্রতিটি চারার সাথে তালের বীজ রোপন করা হয়েছে। উক্ত অভিযানটি বরিশাল বিশ্ববিদ্যালয় হিরন পয়েন্ট থেকে জিরো পয়েন্টে সফলতার সাথে শেষ হয়েছে ২২ জুলাই ২০১৭ইং শনিবার সকাল ১০ থেকে ২টা ঘটিকা পর্যন্ত স্বেচ্ছায় অংশগ্রহন সকলের মাধ্যমে। বরিশাল জেলা প্রশাসক জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান এর প্রতি কৃতজ্ঞতা জানান বিডি ক্লিন – বরিশাল এর স্বেচ্ছাসেবকরা। আগামি দিনগুলোতে সকলের অংশগ্রহন কামনা করছি।






(Visited ৫৭ times, ১ visits today)

















