কথা কম বলেন : সংসদে অর্থমন্ত্রীকে সেলিম

0
454

Sharing is caring!

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এমপি শেখ ফজলুল করিম সেলিম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার কিছু কথাবার্তা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আপনি অর্থমন্ত্রী, আপনার কাজ বাজেট পেশ করা। সংসদের প্রতিনিধিরা ঠিক করবেন জনগণের কল্যাণে কোনটা থাকবে, থাকবে না। একগুয়েমি সিস্টেম বন্ধ করেন, কথা কম বলেন।’

- Advertisement -

সোমবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন ভালো কথা। কিন্তু জনগণের কষ্ট আওয়ামী লীগ মেনে নিতে পারে না। আবগারি শুল্ক প্রত্যাহার করেন।

অর্থমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তির উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনি বললেন, এক লাখ টাকা যার আছে সে সম্পদশালী। চার হাজার কোটি টাকা কোনো টাকা না, আর এক লাখ টাকা, টাকা হয়ে গেল।

সেলিম বলেন, আইএমএফ বিশ্বব্যাংকের কথা শুনে… কমিয়ে দিলেন। বিশ্বব্যাংক পদ্মা সেতুর টাকা ঘুরিয়ে নিয়ে গেল। ভ্যাটের আওতা বাড়ান। সব প্রতিষ্ঠানকে ইসিআর মেশিন দেন। যাতে ভ্যাট দিতে বাধ্য থাকেন। ঢালাওভাবে ভ্যাট বিশ্বে কোথাও নেই। প্যাকজে ছিল… এটা আপনি করবেন না।’

(Visited 2 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here