বৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা।।

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২০, ২০১৭ ২:১৫ পূর্বাহ্ণ

রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আব্দুস সত্তার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন নির্ভিক সৈনিক। নিজের জীবনের বাজী রেখে বাংলাদেশের মানচিত্র ছিনিয়ে আনতে মোকাবেলা করেছেন মৃত্যুর সাথে। কোটি বাঙ্গালীকে এনে দিয়েছেন একটি স্বাধীন দেশ। যারা কিনা নিজের জীবনের বাজী রাখলেন আজ তারাই অবহেলিত। মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আব্দুস সত্তার এর ছেলে ইমরানের একটি চাকুরীর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামান্য ড্রাইভার পোষ্টে চাকুরীর আবেদন করেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের কোটা না মেনে বিশ্ব বিদ্যালয়ের ভিসি তাকে চাকুরীর জন্য ইন্টারভীউ কার্ডটি পর্যন্ত ইস্যু করেনি। এমনকি বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ থাকার পরও টনক নড়ায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি। এমনকি ড্রাইভারের ঐ পোষ্টে নিজের বাড়ীর কাজের লোককে চাকুরী দিয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আব্দুস সত্তার। গতকাল ববির ভিসি অপসারনে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগ্রাম পরিষদ এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আব্দুস সত্তার এ অভিযোগ করেন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দূনীতিবাজ অপসারনের দাবীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল বলেন, সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিস্যাৎ করার জন্য বর্তমানে ভিসির সরাসরি তত্ত্বাবধানে ৪১ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হচ্ছে না। নিয়োগ বানিজ্যকে প্রতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য একটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্র ভিসির সক্রিয় মদদে তৎপর রয়েছে। নানা অনিয়মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে কলুষিত করছে। তারা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মুক্তিযোদ্ধা কোটা অনুসরনের দাবীসহ ভিসির অপসারনের দাবী জানান। একই সাথে সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের ভিসিকে বরিশালে ঢুকতে দেয়া হবেনা। তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এমনকি বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বলে দেয়া হবে যে ভিসিকে যাতে কোন অনুষ্ঠানে প্রধান অতিথি না করা হয়। একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবীতে আগামী সাত দিনের কর্মসূচী ঘোষনা করে। কর্মসূচীর মধ্যে রয়েছে দুর্নীতির তথ্য প্রকাশ, প্রতীক অনশন, মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, আ: ছত্তার বীর বিক্রম, সেক্টর কমান্ডার ফোরামের বিভাগীয় সভাপতি প্রদীপ কুমার ঘোষ পুতুল প্রমূখ। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অপসারনের দাবীতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বরিশালের সর্বস্থরের জনগন মানববন্ধনে যোগ দেন। বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোঠা না থাকার প্রতিবাদে এ কর্মসূচী পালন করেন ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংষ্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ প্রগতীশীল বিভিন্ন সংগঠন। গতকাল বেলা পৌনে ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্বে করেন বরিশাল সাংষ্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এস এম ইকবাল। বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ এর বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক কাজল ঘোষ, শান্তি দাস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আনিচুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশাল মহানগরের সভাপতি মশিউর রহমান মিন্টু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ সাইয়েদ আহম্মেদ মান্না প্রমূখ। মানববন্ধন কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বগুরা রোডের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

(Visited ৪২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি