সোমবার , ২৪ ডিসেম্বর ২০১৮ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সংগ্রামী মানুষকে ভোট দিলে ভোট পঁচবে না : ডা. মনীষা চক্রবর্তী

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৪, ২০১৮ ৭:৫৬ অপরাহ্ণ

বাম গণতান্ত্রিক জোট বাসদ’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, দুর্নীতিবাজ মানুষকে ভোট দিলে আপনার ভোট পঁচবে, একজন সন্ত্রাসীকে ভোট দিলে আপনার ভোট পঁচবে। একজন বিবেকবান, সৎ রাজনীতিবিদ ও সংগ্রামী মানুষকে ভোট দিলে আপনার ভোট পঁচবে না। আপনার বিবেক জিতবে, আপনার মূল্যবোধ জিতবে।

সোমবার (২৪ ডিসেম্বর) শেষ বিকালে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাসদ’র মনোনীত মই মার্কার প্রার্থীর গণসংযোগ শেষে এক পথসভায় ডা. মনীষা চক্রবর্তী এ কথাগুলো বলেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের কাছে গিয়ে উন্নয়নের গল্প শোনাতে যাবেন না। ক্ষেতে সোনালি ধান দেখে চোখ জুড়িয়ে যায়। যে ধান যে কৃষক ফলিয়েছেন তার চেহারার কী অবস্থা ? তার মানসিক অবস্থা কী? সেই কৃষকের মুখে কি হাসি আছে ? আমরা দেখি এক মন ধান উৎপন্ন করতে একজন কৃষকের কমপক্ষে সাড়ে ৮ শ থেকে ৯ শ টাকা খারচ হয়েছে। আর এই ধান যখন কৃষক বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন, তখন তিনি পাচ্ছেন ৫ শ থেকে সাড়ে ৫ শ টাকা। একজন কৃষককে আপনারা উন্নয়নের গল্প শোনাতে যাবেন না। উন্নয়নের গল্প শোনাতে হলে আগে তার ধানের দাম দিন। তারপরে উন্নয়নের গল্প করুন।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলসহ সারা বাংলাদেশের আমাদের প্রার্থীরা জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচন করছেন। সেই প্রার্থীদের পক্ষে আপনার মূল্যবান মতামত দিয়ে বাংলাদেশের রাজনীতির পরিবর্তণ আপনদের হাত দিয়েই শুরু হোক। মই মার্কা ক্ষমতা দখল ও গদি দখলের মার্কা নয়। এটি নীতি পরিবর্তণের মার্কা। তিনি বামজোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জহিরুল আলম সবুজকে মই মার্কায় ভোট দেয়ার আহŸান জানান।

কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী এ পথসভায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সতাপতি সঞ্চু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য বাবুল তালুকদার এবং ১১৪ পটুয়াখালী-৪ আসনে বাসদ’র প্রার্থী অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ প্রমুখ।’’

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি