জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর ফেসবুক আইডি হ্যাকড করে এক হ্যাকার। আইডি থেকে ব্লক করা হয় তার হাজবেন্ডকে।
এর পর শ্রাবন্তীর ফেসবুক আইডি থেকে গুরুত্বপূর্ণ কিছু মানুষের আইডি ব্লক করে হ্যাকার তার ফেসবুক বন্ধুদের নিকট শ্রাবন্তী সেজে ‘বিপদে পড়েছে’ মর্মে টাকা চাওয়া শুরু করে। নির্মাতা মোস্তফা ফারুকীর নিকটও টাকা চায় ওই হ্যাকার। হ্যাকারের কবল থেকে আইডি উদ্ধারের পর এ ঘটনা জানা যায়।
ফারুকীর নিকট শ্রাবন্তী সেজে টাকা চাওয়ায় ফারুকী বলেন, তিনি বিদেশে রয়েছেন, তাই পারছেন না। পরে আইডি উদ্ধার হলে শ্রাবন্তী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানেই এই অভিজ্ঞতা শেয়ার করেন বাংলাদেশি নির্মাতা।
(Visited ২০ times, ১ visits today)

















