রিপোর্ট : শামীম হোসেন জয়।।
নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন এলাকার বি কে সি এস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীতে অধ্যয়নরত শিলা আক্তার (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে একই এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ ছাকিন হাওলাদার দীর্ঘদিনযাবৎ স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যাক্ত করতো । অভিযোগসূত্রে জানাযায় বখাটে ছাকিন হাওলাদার ঐ ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশ্লিল কথাবার্তা ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ ব্যাপারে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বখাটের বাবা মোঃ হাবিবুর রহমানকে অবহিত করা হলে বখাটে ছাকিন হাওলাদার তার বাবার সর্মথনে আরো বেপরোয়া হয়ে ওঠে । এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর ২০১৭ ইং তারিখ অভিযোগকারী ছাত্রী স্কুলে যাওয়ার পথে বখাটে ছাকিন ও তার দলবল নিয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেস্টা চালায় ,কিন্তুু স্থানীয় জনতার হস্তক্ষেপে সে যাত্রায় সে রক্ষা পায় । এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছে।

















