রিপোর্ট : নূরে আলামিন বাপ্পী
.
বিপিএল আপাতত বন্ধ।।দূর্যোগপূর্ন আবহাওয়া ও বৃষ্টির কারনে বন্ধ থাকবে।।শুরু হবে ৮ নভেম্বর।।
৮ নভেম্বর দুপুর ২টায় বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস এবং সন্ধ্যায় সাতটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চিটাগাং ভাইকিন্সের খেলা।। ওই দুই ম্যাচ দিয়েই এবারের বিপিএল শুরু হবে।। আগের সূচি অনুযায়ী বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে।।বাতিল হওয়া ৪,৫,৬ তারিখের ম্যাচ পরে অনুষ্টিত হবে।।সে সময় পরে জানিয়ে দেয়া হবে।।তো বলাই যায় বিপিএল শুরু ৮ নভেম্বর।।
(Visited ৯ times, ১ visits today)